ছবি: সংগৃহীত
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার ময়নামতি স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার জানান, ট্রেনটি চলন্ত অবস্থায় বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে শোভন চেয়ার শ্রেণির এক যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, আহত যাত্রীকে অন্য একটি বগিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার কারণে ট্রেনটিকে কোথাও থামতে হয়নি। বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।