শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে স্বেচ্ছাসেবক দল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:০১ পিএম

শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে স্বেচ্ছাসেবক দল

ছবি: সংগৃহীত

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী ১০ জানুয়ারি শনিবার ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুসাব্বিরের জানাজা নামাজের আগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিকে মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

এর আগে, গত ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে এ গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুসাব্বিরকে গুলি করার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, এর কিছুক্ষণ আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনেও ওই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়।

Link copied!