ছবি: সংগৃহীত
আগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। একদিন পর একই মঞ্চে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদও। ‘মাদ্রিদ ডার্বি’তে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল, ফলে স্প্যানিশ সুপার কাপে দেখা যাচ্ছে আরেকটি এল ক্লাসিকো।
স্প্যানিশ সুপার কাপে গত তিনটি ফাইনালেই হয়েছিল এল ক্লাসিকো। এর মধ্যে দুইবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এবারে জাবি আলোনসোর দল লক্ষ্য করছে ১৪তম শিরোপা, আর বার্সেলোনার সামনে সুযোগ রেকর্ড ১৫তম ট্রফি জয়ের। বছরের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী রোববার।
অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই চমৎকার ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। বিরতির পর ৫৫ মিনিটে রদ্রিগো ব্যবধান বাড়ান। তিন মিনিট পর আলেক্সান্দার সোরলোথ একটি গোল শোধ করলেও এরপর একাধিক সুযোগ নষ্ট করায় সমতায় ফিরতে পারেনি অ্যাটলেটিকো।