গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৫৯ পিএম

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে একটি গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের ৬টি ইউনিট কাজ করছে, আরও দুটি ইউনিট আসছে। পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন রয়েছে। সব গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’

Link copied!