জানুয়ারি ৯, ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দ্বিতীয় দফা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চিঠি পাঠানো হয়েছে এবং বর্তমানে আইসিসির জবাবের অপেক্ষায় রয়েছে বোর্ড। বিসিবি আশা করছে, সর্বশেষ আবেদনের বিষয়ে শনিবারের মধ্যেই আইসিসির সিদ্ধান্ত জানা যাবে।
এর আগে আইসিসি বিসিবিকে জানায়, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা বেশ কঠিন। পাশাপাশি ভারতে ম্যাচ আয়োজন নিয়ে যে নিরাপত্তা শঙ্কা উঠেছে, তা নাকচ করে আইসিসি আশ্বাস দেয় যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর অতিরিক্ত যেকোনো প্রস্তাব বা অনুরোধ বিবেচনার কথাও জানায় সংস্থাটি।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবারের মতো আইসিসির কাছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। ওই আবেদনের পর বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ নিয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে জবাব দেয় বলে বোর্ড নিশ্চিত করেছে।
মূলত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর থেকেই বিশ্বকাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা ও টানাপোড়েন শুরু হয়।
বিসিবির যুক্তি হলো, বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পনসর এবং বিপুলসংখ্যক বাংলাদেশি দর্শক ভারত ভ্রমণ করবেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করাও আয়োজকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।