মিরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তৈরি করে বিপিসির তেল চুরি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৭:১৮ পিএম

মিরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তৈরি করে বিপিসির তেল চুরি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই হাদিরফকির হাট এলাকায় অভিনব কায়দায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনের ওপর তৈরি করা একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে তেল চুরির চেষ্টা করা হয়। ঘটনাস্থল থেকে ড্রিল মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক মাস আগে পাইপলাইনটির ওপর স্থানীয় বাসিন্দা মো. আফসার একটি ঘর নির্মাণ করেন। পরে তিনি এটি খুলনা সিটি করপোরেশনের নাসির উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের কাছে ভাড়া দেন। আমিরুল মাটি খুঁড়ে পাইপলাইনে ফুটো তৈরি করে তেল চুরির চেষ্টা শুরু করেন।

আজ (বৃহস্পতিবার) পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয়রা প্রথমে তেল সংগ্রহ করতে গেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনে। বিপিসির কর্মকর্তারা তেল সরবরাহ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের জানান, হাদি ফকিরহাট এলাকায় মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইন ফুটো করে তেল চুরির চেষ্টা করছিল একটি চক্র। ঘটনাস্থল থেকে কয়েকটি ড্রাম তেল, একটি ড্রিল মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে না পড়লে ঘটনা নজরে আসত না। ইতোমধ্যে অস্থায়ী ঘরটির মালিক ও ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, জায়গার মালিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিপিসি থেকে এখনও এজাহার দাখিল করেনি। তবে আমরা এ ঘটনার মূল হোতাদের ধরার জন্য অভিযান চালাচ্ছি।

Link copied!