ম্যানচেস্টার ইউনাইটেডে আমোরিমের বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৬:০২ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডে আমোরিমের বিদায়

ছবি: এপি

নিজের সময় যে ফুরিয়ে আসছে, সেটি হয়তো আঁচ করতে পেরেছিলেন রুবেন আমোরিম। অন্যথায়, দল যখন ধারাবাহিকভাবে পারফরম্যান্সে ব্যর্থ, তখন ক্লাব বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়াতেন না তিনি।

ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগিজ কোচ। সেখানে তিনি বলেন, ‘আমি এখানে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার জন্য নয়, ম্যানেজার হতে এসেছি।’

এই মন্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই আমোরিমের বিদায় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ আনুষ্ঠানিকভাবে ৪০ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়। ক্লাবের ফুটবল পরিচালক জ্যাসন উইলকক্স এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদা আমোরিমকে বিষয়টি অবহিত করেন।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে। আগামী বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ হিসেবে অভিষেক হবে তার।

২০২৪ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন রুবেন আমোরিম। তখন তার সঙ্গে ক্লাবের চুক্তি হয়েছিল ১৮ মাসের। তবে ১৪ মাসের মাথায় তাকে ছাঁটাই করল রেড ডেভিলরা।

আমোরিমের অধীনে ইউনাইটেড ৬৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ২৪টিতে জয় পেয়েছে দল। চলতি মৌসুমে ২০ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ষষ্ঠ অবস্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Link copied!