ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরা, উত্তর খান ও দক্ষিন খান এলাকায় সার্ভিস লাইন নির্মাণ কাজের কারণে আজ (বৃহস্পতিবার) রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেড আব্দুল্লাহপুর, উত্তরা ও টঙ্গী-গাজীপুর এলাকায় সার্ভিস লাইন নির্মাণের জন্য সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশেপাশের এলাকায় স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে। তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।