ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০১:৩৪ পিএম

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প

কোলাজ/ দ্য রিপোর্ট ডট লাইভ

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাস হলে, রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘যুদ্ধযন্ত্র’কে শক্তিশালী করছে—এমন দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে।

মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্র অবস্থানের জন্য পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ট্রাম্প এই দ্বিদলীয় (রিপাবলিকান ও ডেমোক্রেটিক) ‘রাশিয়া স্যাংশন বিল’-এ সম্মতি দিয়েছেন। বিলটির লক্ষ্য হলো রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা দেশগুলোর ওপর, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল যৌথভাবে বিলটি প্রণয়ন করেছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসনকে দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত অর্থের প্রধান উৎস বন্ধ করাই মূল উদ্দেশ্য।

‘গ্রাহাম-ব্লুমেনথাল’ বিলটি পাস হলে, যারা জেনেশুনে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, সেই দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর প্রেসিডেন্ট সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন।

এই কঠোর নিষেধাজ্ঞার লক্ষ্য হলো মস্কোকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলা, যাতে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন।

সিনেটর গ্রাহাম জানিয়েছেন, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে সিনেটে ভোটাভুটি হতে পারে। তার মতে, ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে, তখন পুতিনকে চাপ দিতে এই বিলটি সময়োপযোগী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যের ক্ষেত্রে ভারতকে ৫০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে, যার মধ্যে ২৫ শতাংশ আগেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপ করা হয়েছিল। নতুন বিলটি পাস হলে এই শুল্কের হার আরও বেড়ে যেতে পারে, যা যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।

Link copied!