তামিল ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবন, বিয়ে-বিচ্ছেদ ও দীর্ঘ অভিনয় বিরতির কারণে গত কয়েক বছর নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। তবে এবার ভক্তদের জন্য নিজেই সুখবর দিলেন এই তারকা। চলতি মাসেই শুরু হচ্ছে তার নতুন তেলেগু ছবি ‘মা ইন্তি বাঙারাম’ এর শুটিং।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সামান্থা জানান, বহু প্রতীক্ষিত এই ছবির কাজ অবশেষে শুরু হতে যাচ্ছে। একজন ভক্ত তার পরবর্তী তেলেগু প্রকল্প নিয়ে জানতে চাইলে উচ্ছ্বাসের সঙ্গে তিনি বলেন, “অবশেষে এই প্রশ্নের উত্তর দিতে পারছি। ‘মা ইন্তি বাঙারাম’-এর শুটিং এই মাসেই শুরু হচ্ছে।” এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
নারীকেন্দ্রিক অ্যাকশন ড্রামা ঘরানার ‘মা ইন্তি বাঙারাম’-এ সামান্থা একদিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন, অন্যদিকে প্রযোজক হিসেবেও যুক্ত আছেন। ছবিটি পরিচালনা করছেন নন্দিনী রেড্ডি। এর আগে ‘জবরদস্ত’ ও ‘ওহ! বেবি’ ছবিতে সামান্থা-নন্দিনী জুটির কাজ দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। সবকিছু ঠিক থাকলে এটি তাদের একসঙ্গে করা তৃতীয় সিনেমা।

প্রথমে ছবিটি একজন নবাগত পরিচালকের হাতে দেওয়ার পরিকল্পনা থাকলেও পরে সৃজনশীল দিক বিবেচনায় দায়িত্ব দেওয়া হয় নন্দিনী রেড্ডিকে। প্রকল্পটির ক্রিয়েটিভ সুপারভিশনে রয়েছেন রাজ নিদিমুরু। এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল’-এ শক্তিশালী অ্যাকশন চরিত্রে অভিনয় করে সামান্থা নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছিলেন। এবার তিনি সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান।
এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, “আমরা এমন গল্প বলতে চাই, যেগুলো শেষ ক্রেডিটের পরেও দর্শকের মনে থেকে যায়। ‘মা ইন্তি বাঙারাম’ সেই বিশ্বাস থেকেই তৈরি।”
প্রযোজক হিসেবে নিজের যাত্রা নিয়েও কথা বলেন তিনি। সামান্থার ভাষায়, “প্রযোজনা মানে শুধু সিনেমা বানানো নয়, এটি নতুন কণ্ঠস্বর ও প্রতিভাকে জায়গা করে দেওয়ার একটি মাধ্যম।”
উল্লেখ্য, চলতি বছরই নিজের প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্স এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন সামান্থা। তার প্রথম প্রযোজিত হরর-কমেডি ছবি ‘শুভম’ এ ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি, যা বক্স অফিসে সুপার হিট হিসেবে সফল হয়।
‘মা ইন্তি বাঙারাম’ এ সামান্থা ছাড়াও অভিনয় করছেন গুলশান দেবাইয়া, গৌতমী, দিগন্তসহ আরও অনেকে। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে সামান্থার পর্দায় প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।