জানুয়ারি ৮, ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশন্য মারমা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় সুফিয়ান বেপারি মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তার পাঁজরে গুলি লেগেছে। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।