ঈদে চিৎপটাং শাকিব খানের সিনেমা বরবাদ?

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৫, ০৫:১৫ পিএম

ঈদে চিৎপটাং শাকিব খানের সিনেমা বরবাদ?

ছবি: সংগৃহীত

ঈদ মানেই শাকিব খানের সিনেমা। রোজার শুরু থেকেই শাকিবের পোস্টার টিজার গানে জমজমাট সামাজিক যোগাযোগ মাধ্যম। ঈদের ঠিক আগ মুহুর্তে এসে বড়সর ধাক্কা খেলেন শাকিব ভক্তরা। কারণ ঈদের বাকি মাত্র ১ সপ্তাহ, কিন্তু এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমাই দেওয়া হয়নি শাকিবের বরবাদ সিনেমাটি।

এরই মধ্যে আজ সার্টিফিকেশন বোর্ডে  জমা দেওয়া হয়েছে শাকিব খানের বহু পুরোনো এক ঝুলে থাকা সিনেমা অন্তরাত্মা।  ২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এরপর নানা কারণে থেমে যায় সিনেমার শুটিং। তারপর বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ততা বাড়ে শাকিবের। 

এর মধ্যেই নির্মাতা সিনেমার শুটিং সম্পন্ন করে  রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই ঈদে মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এ খবর শোনার পর থেকেই শাকিব ভক্তদের ঘুম হারাম। কারণ বরবাদ আসার সম্ভাবনা পারদ এখন শুন্যে নেমেছে। বিনোদন সংশ্লিষ্টদের ধারনা নিশ্চয়ই বড় কোন সমস্যার সম্মুখীন হয়েছে বরবাদ সিনেমাটি। একারণেই পরিস্থিতি সামাল দিতে ঈদে তাড়াহুড়া করে অন্তরাত্মা সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাস্তবেই যদি বরবাদ না আসে তবে এবারের ঈদে বড়সর ধাক্কার সম্মুখীন হতে হবে শাকিবিয়ানদের।

Link copied!