বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখোমুখি হওয়ার পর পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতেই গোপন আশ্রয়ে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লির সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভবিষ্যত নিয়ে ভাবার জন্য শেখ হাসিনাকে কিছুদিন সময় দিয়েছে দিল্লি কর্তৃপক্ষ।
বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজুরাও।
সূত্র জানায়, বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রেখেছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ ছাড়া বাংলাদেশ নিয়ে ভারতের কী অবস্থান- সর্বদলীয় বৈঠকে উপস্থিত সব এমপিকে সেটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, আপাতত শেখ হাসিনাকে কয়েকদিন সময় দিতে চায় ভারত। ভেবেচিন্তে নিজের ভবিষ্যত পরিকল্পনা ভারতের কেন্দ্রীয় সরকারকে জানাবেন তিনি। তার পরিকল্পনা জানার পর দিল্লি কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন জয়শঙ্কর। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির ওপরেও কেন্দ্রীয় সরকার নজর রাখছে বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, “বাংলাদেশের পরিস্থিতি এতটা উদ্বেগজনক নয় যে ১২-১৩ হাজার ভারতীয়কে সরিয়ে নিতে হবে। তবে প্রয়োজনে যেকোনও সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভারত।”