অনেক দলের নিত্যনতুন শর্ত নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৭:০৪ পিএম

অনেক দলের নিত্যনতুন শর্ত নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

অনেক রাজনৈতিক দলের নিত্যনতুন শর্ত জাতীয় সংসদ নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার, ২১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের সরকার না আসা পর্যন্ত গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়। বর্তমানে অনেক দলের নিত্যনতুন শর্ত নির্বাচনে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদি আন্দোলনের অনেক সহযোদ্ধা ফ্যাসিবাদিদের মতোই বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা করছে।’

গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়ার কথা জানান। এরপর নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনের রোডম্যাপের খসড়াও চূড়ান্ত করে ফেলেছে ইসি।

বিএনপি নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আর জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা নির্বাচনে আসবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে।

এর আগে বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ব্যাংককে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাড়া নেওয়ার হিড়িক পড়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা (বিএনপি) সবাই সবার বন্ধু। কিন্তু আওয়ামী লীগ আমাদের বন্ধু মনে করেনি, প্রজা মনে করত। ব্যাংককে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাড়া নেওয়ার হিড়িক পড়েছে। দেশের সব অর্থ লুট করেছে তারা।’  

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এখন একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একাত্তর আমাদের স্বত্বা দিয়েছিল, আর চব্বিশের অভ্যুত্থান আমাদের স্বপ্ন দেখিয়েছে। দুটোই সত্য।’ 

এ সময় সকলকে সাম্প্রদায়িকতা উপেক্ষা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

Link copied!