কাতার বিশ্বকাপ কাভার করতে এসে কিছুদিন আগে মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল। এবার আরেক সাংবাদিকের মৃত্যুর খবর জানা গেছে। প্রয়াত হওয়া সাংবাদিকের নাম খালিদ আল মিসলাম।
কাতারের এই নাগরিক আল কাস টিভির ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
গালফ টাইমস লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২২ কভার করার সময় হঠাৎ মারা যান কাতারি সাংবাদিক মিসলাম। আমরা বিশ্বাস করি আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার পরিবার প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’
এর আগে, সাংবাদিক গ্রান্ট ওয়াল শনিবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ কাভার করতে ওয়াল ছিলেন কাতারের লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে। তবে তাঁর মৃত্যু নিয়ে বিতর্কের কারণ হল, কিছু দিন আগে কাতারের পুলিশের হাতে আটক হয়েছিলেন। রংধনু পোশাক পরে সমকামীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি। তার পর তাঁকে আটক করা হয়। এর কিছু দিনের মধ্যেই সাংবাদিক খালিদ আল ইসলামের মৃত্যু।