আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ১০:৪৪ পিএম

আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের দরকার হলে তিনি টেস্ট খেলবেন। বাঁ-হাতি এই পেসারের কাছে আগে দেশ। সাকিব আল হাসান শনিবার চলে গেছেন কলকাতা। মোস্তাফিজ এখন নিউজিল্যান্ডে আছেন। সেখান থেকে ২ এপ্রিল ক্রিকেট দল রওনা দেবে। দেশে এসে কোয়ারিনটিন রয়েছে। এদিকে ৯ এপ্রিল শুরু হবে আইপিএল। তিনি রাজস্থানের হয়ে খেলবেন। ভারতে গেলেও সেখানে কোয়ারিনটিন ও তারপর অনুশীলন করতে হবে। টিম ম্যানেজম্যান্ট চাইলে তার পর তিনি সুযোগ পাবেন। 

গতকাল দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, তারা এখনো মোস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত নেননি। তবে রাতে জানা গেল, মোস্তাফিজ এনওসি পেয়েছেন। ফলে নিউজিল্যান্ড থেকে ফিরে অথবা সেখান থেকে ভারতের বিমান ধরতে পারেন।  

এর আগে মিরপুরে আজ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক আব্দুর রাজ্জাক মোস্তাফিজ ইস্যু নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন,‘এটা (মোস্তাফিজের আইপিএল খেলা) হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত যে, আইপিএল খেলবে কি না মোস্তাফিজ। বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে, মুস্তাফিজ আইপিএল খেলবে, তাহলে অবশ্যই ও যাবে। দলের ব্যাপারে এখনও একটা নির্দিষ্টসংখ্যক খেলোয়াড় নিয়ে আমরা আছি। সব বৈঠক হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই আগাবে এটা। সবকিছু ঠিকঠাক হলে দল ঘোষণা হবে। মোস্তাফিজও এটার বাইরে নয়। আইপিএলের ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা কিন্তু ক্রিকেট বোর্ডের হাতে। যদি মোস্তাফিজকে আইপিএল খেলতে দেয়া হয়, তাহলে ওকে ছাড়া আমরা দল বিবেচনা করব।’

 

 

Link copied!