অনুমোদনের পর লকডাউনের প্রজ্ঞাপন জারি আজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২১, ১০:০০ এএম

অনুমোদনের পর লকডাউনের প্রজ্ঞাপন জারি আজ

দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ এপ্রিল) ভোর থেকে এ লকডাউন কার্যকর হতে পারে।

সেলক্ষ্যে শনিবার লকডাউন ঘোষণার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পর আজ দুপুরের দিকে লকডাউন ঘোষণার সরকারি প্রজ্ঞাপন জারি হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, ‘লকডাউন ঘোষণার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এ বিষয়ে একটি ভার্চুয়াল সভা হয়। মুখ্য সচিব, সংশ্লিষ্ট সিনিয়র সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাসহ অনেকেই এই ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।’

এর আগে শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া তা রোধ করতে সরকার ২/৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

তিনি জানান, এবারের লকডাউনে সাধারণ মানুষের চলাফেরা একেবারে সীমিত করতে যাচ্ছে সরকার। অর্থাৎ লকডাউন হবে কড়াকড়ি।

গত কয়েক দিন থেকে করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় সরকার কঠোর লকাউনের দিকেই যাচ্ছে। লকডাউন কঠোর করতে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে।

কবে থেকে লকডাউন শুরু হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ থাকবে জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আমরা আগে থেকে জানাচ্ছি যাতে মানুষ অন্য কোনো স্থানে গিয়ে আটকে না পড়েন। প্রস্তুতিটা নিতে পারেন।

লকডাউনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। আদালত ও সব ধরনের মার্কেট বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদান প্রতিষ্ঠান যেমন- ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস এগুলো খোলা থাকবে।

লকডাউনের মধ্যে শিল্প-কলকারখানা চালু থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে একাধিক শিফট করে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা কাজ করবেন। কলকারখানা বন্ধ করে দিলে অধিক সংক্রমিত জেলা থেকে মানুষ বাড়িতে যাবে। এতে ওই সব জেলাতেও সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়বে।

গতকাল শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে সরকার লকডাউনে যাওয়ার সিদ্ধান্তের কথা প্রথমে নিশ্চিত করেন। এরপর লকডাউনে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে কথা বলেন অন্যান্য মন্ত্রী ও সচিবরাও।

সেতুমন্ত্রী বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা করতে যাচ্ছে সরকার। করোনা সংক্রমণের পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়।

Link copied!