করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২২, ১১:০৯ পিএম

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট ২৮ হাজার ৫৮৯ জন মারা গেলেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়।

রবিবার গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৩৪৫ জন। এনিয়ে দেশে এ পর্যন্ত ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায়, রবিবার গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮  হাজার ১৫৯ জন। এনিয়ে এখন পর্যন্ত ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে  আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। সুস্থতার শতকরা হার ৮৬ দশমিক ০৯। করোনায় মৃত‌্যুর শতকরা হার ১ দশমিক ৫৪।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।  প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২০২০ সালের এপ্রিলের পর ২০২১ সালের  ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে দেশ মৃত্যুহীন দিন পার করে।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গত বছরের ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

Link copied!