ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ে মৃত্যু বেড়ে ৫১, নিখোজ ১৪

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১২:২৫ পিএম

ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ে মৃত্যু বেড়ে ৫১, নিখোজ ১৪

ছবি: সংগৃহীত

টাইফুন বুয়ালোই এবং এর কারণে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে মৃত্যু বেড়ে ৫১ তে দাঁড়িয়েছে বলে দেশটির সরকারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোকে তাগাদাও দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার উত্তর-মধ্য ভিয়েতনামের উপকূল দিয়ে স্থলে উঠে আসা বুয়ালোইয়ের ফলে বিশাল বিশাল সব সামুদ্রিক ঢেউ, তীব্র বাতাস ও প্রবল বৃষ্টির সাক্ষী হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। আহত হয়েছে ১৬৪ জন, ১৪ জন এখনও নিখোঁজ।

শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদনে হতাহতের সর্বশেষ এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুয়ালোই ও এর কারণে সৃষ্ট বন্যায় আনুমানিক ১৬ লাখ কোটি ডং (৬০ দশমিক ৩ কোটি ডলার) সমমূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আগের দিন তাদের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৩ দশমিক ৫৮ কোটি ডলার হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছিল।

ভিয়েতনামে এ বছর এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী এই টাইফুনে অসংখ্য সড়ক, স্কুল ও অফিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় লাখো পরিবারকে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হয়েছে।

দুই লাখ ৩০ হাজারের বেশি বাড়ি হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়তো তলিয়েছে। প্রায় ৬৯ হাজার হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে, বলা হয়েছে প্রতিবেদনে। অবশ্য এতে শিল্প-কারখানার বড় কোনো ক্ষয়ক্ষতির উল্লেখ পাওয়া যায়নি।

ভিয়েতনাম খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিক উৎপাদন হাব; টাইফুন যে পথ দিয়ে গেছে সেই পথ বা এর আশপাশে ফক্সকন, ফোরমোসা প্লাস্টিকস, লাক্সশেয়ার ও ভিনফাস্টের মতো কোম্পানিগুলোর মালিকানাধীন অনেক বড় বড় কারখানা ছিল।

টাইফুনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠন বা স্থগিত রাখার বিষয়টি বিবেচনায় নিতে ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক, শুক্রবার এমনটাই বলেছেন ভিয়েতনামের ডেপুটি গভর্নর ফাম তান হা।

Link copied!