করোনায় বিশ্বে একদিনে শনাক্ত ৪ লাখ ৪০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৩, ২০২১, ০৩:৩৪ পিএম

করোনায় বিশ্বে একদিনে শনাক্ত ৪ লাখ ৪০ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৩ আগস্ট) বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪৪ লাখ ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে গেছে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ২৫ লাখ। বিশ্বে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ কোটি ২ লাখের বেশি লোক। করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, সোমবার (২৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৪ লাখ ৪৪ হাজার ৪৭০ জন মারা গেছেন। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪৪ লাখ ৩৬ হাজার ৬৫৭। শনিবার (২১ আগস্ট) পর্যন্ত মারা যায় ৪৪ লাখ ২৭ হাজার ৭৬৭ জন। এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৮১৩ জন মারা গেছেন। রবিবার একদিনে ৮ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়।

করোনা শনাক্ত

এদিকে, সোমবার (২৩ আগস্ট)  সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৪১৬ জন। রবিবার পর্যন্ত এই সংখ্যা  ছিল ২১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪১৮। শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হন ২১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৫৩৭ জন। এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৩৯ হাজার ৯৯৮ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। রবিবার (২২ আগস্ট) একদিনে করোনায় আক্রান্ত হন ৫ লাখ ৯৩ হাজার ৮৮১ জন।

করোনা থেকে সুস্থ

করোনায় সুস্থ হওয়ার সংখ্যা একটু বেড়েছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার (২৩ আগস্ট) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ কোটি ২ লাখ ৬৬৩ জন। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৩১। শনিবার (২১ আগস্ট) এই সংখ্যা ছিল হাজার ১৮ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৪৩৪।

করোনার সক্রিয় রোগী

বিশ্বে সোমবার (২৩ আগস্ট) পর্যন্ত করোনার সক্রিয়  রোগী রয়েছে ১ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ২৮৩ জন।এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ১ লাখ ১১ হাজার ৬১৩ জন।রবিবার (২২ আগস্ট) পর্যন্ত সক্রিয় রোগী ছিলেন ১ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৭৩০ জন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৫৬৬ জনের অবস্থা ছিল গুরুতর। শনিবার (২২ আগস্ট) পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ছিল ১ লাখ ৯ হাজার ৮০ জন।

মৃত্যু ও শনাক্তে শীর্ষে থাকা তিন দেশ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, করোনায় মৃত্যু ও শনাক্তের  দিক দিয়ে এখনও  শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন  ৬ লাখ ৪৫ হাজার ৫৮ জন। সোমবার গত ২৪ ঘন্টায় দেশেটিতে মারা গেছেন ২১৮ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৭৪ হাজার ৫৭৪ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হিসেবে  শনাক্ত হয়েছেন ২ কোটি ৫ লাখ ৭০ হাজার ৮৯১ জন। সোমবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩৩১ জন।

মৃত্যুর দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশের প্রতিবেশি এ দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪  জন মারা গেছেন। আর করোনায় শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজার ৯৬৯ জন।সোমবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩৮৫ জন করোনায় মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

 

 

Link copied!