টিকা গ্রহণকারী ও সুস্থ হওয়ার পরও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২১, ০৪:১২ পিএম

টিকা গ্রহণকারী ও সুস্থ হওয়ার পরও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন: ডব্লিউএইচও

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আগের ডেল্টা ধরনের চাইতেও দ্রুত ছড়াচ্ছে। এমনকি যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন অথবা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাবদ সম্মেলনে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।

তিনি বলেন, “ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এর ধারাবাহিক প্রমাণ রয়েছে। এমনকি যারা টিকা নিয়েছেন অথবা কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন অথবা পুনরায় আক্রান্ত হচ্ছেন”

অনুষ্ঠান বাতিলের আহবান জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানগুলো এখন উদযাপন করে পরে শোক করার চেয়ে ভালো হবে অনুষ্ঠানগুলো এখন বাতিল করে পরে উদযাপন করা।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমিক্রনের কারণে নতুন করে বিশ্বের বিভিন্ন দেশ কঠোর লকডাউন বহাল করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে নেদারল্যান্ডস হলো ইউরোপের প্রথম কোনো দেশ যারা ফের লকডাউন আরোপ করেছে। এনিয়ে দেশটিতে চতুর্থ বারের জন্য লকডাউন ঘোষণা করা হলো।  আয়াল্যান্ডে শুক্রবার থেকে বিভিন্ন বার এবং রেস্তরাঁ তাড়াতাড়ি বন্ধ করার নির্দেশ রয়েছে।

এছাড়া ফ্রান্স, অস্ট্রিয়া, সাইপ্রাস এবং জার্মানিসহ ইউরোপের আরও কয়েকটি দেশ বেশ ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করেছে। কোনো কোনো দেশ ক্রিসমাস বা বড়দিনের উৎসব বাতিল করেছে। উত্তর আমেরিকার  দেশ কানাডার দ্বিতীয় সর্বাধিক জনবহুল প্রদেশ কুইবেকে বার, জিম এবং ক্যাসিনো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জনগণকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে, সতর্কতা হিসেবে ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘নো-ফ্লাই’ এর তালিকায় যুক্ত করেছে ইসরায়েল সরকার। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই প্রসঙ্গে জানান, তাঁর দেশ ইতিমধ্যেই অতিমারির পঞ্চম ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওমিক্রনের খোঁজ মিলেছে থা্ইল্যান্ডেও। সোমবার(২০ ডিসেম্বর) সে দেশের সরকারের তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের জন্য বাধ্যতামূলক বিচ্ছিন্নবাসের কথা ফের ভাবা হচ্ছে। তবে এর ফলে দেশের পর্যটন শিল্পে বড় ধরনের প্রভাব পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির তৈরি করা একটি ‘লাল তালিকা’য় ঝুঁকিপূর্ণ হিসেবে যুক্তরাজ্য, গোটা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েলকে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এরপর সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ডেল্টা ভাইরাসের তুলনায় ওমিক্রনকে অনেক বেশি সংক্রামক হিসেবে আখ্যা দিলেও এই ভাইরাসটি কতটা গুরুতর তা এখনও নিশ্চিত করতে পারেনি।

Link copied!