পোল্যান্ডে কড়াকড়ি লকডাউন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২১, ০৩:০১ পিএম

পোল্যান্ডে কড়াকড়ি লকডাউন শুরু

কয়েক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বাড়তে থাকায় পোল্যান্ডে  তিন সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। শনিবার (২০ মার্চ) থেকেই শুরু হয়েছে এই  লকডাউন।   

দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ লাখ ১০ হাজার ২৪৪ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪০ হাজার ৫০ জন। আর মৃত্যু হয়েছে ৪৮ হাজার ৮০৭জনের। এমতাবস্থায় বড় পরিসরে লকডাউন শুরু করলো ওয়ারশো প্রশাসন।

শনিবার (২০ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডে ইতোমধ্যে তিন সপ্তাহের জন্য দোকানপাট, সাংস্কৃতিক এবং খেলাধুলার যাবতীয় ইভেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে গত নভেম্বরের পর দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়ছে। এমন পরিস্থিতিতে করোনা মহামারির বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ করতেই পোল্যান্ড সরকার এ সিদ্ধান্ত নেয়।

এদিকে, ইউরো নিউজের এক খবরে বলা হয়, জার্মানিতে সংক্রমণ অতি মাত্রায় বেড়ে যাওয়ায় দেশটির সরকারও লকডাউন দেওয়ার কথা ভাবছে।  ইউরোপের অন্যান্য  দেশ  বিশেষ করে হাঙ্গেরি, জর্জিয়া, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, বেলজিয়ামে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশগুলোতেও ফের লকডাউন দেওয়ার চিন্তা করছে ওইসব দেশের সরকার।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী,শনিবার (২০মার্চ)  বিকেল সাড়ে ৩টা পর্যন্ত (বাংলাদেশ সময়) বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ১৪ হাজার ৮৫৪ জন। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ কোটি ২৯লাখ ৬৩ হাজার ৩২২জন। সুস্থ হয়েছেন ৯ কোটি ৯১লাখ ১৯ হাজার ৫০৪ জন। 

এছাড়া  ইউরোপের অন্যান্য দেশের মধ্যে ইতালিতে ১ লাখ ৪ হাজার ২৪১ জন, ফ্রান্সে ৯১ হাজার ৬৭৯ জন, রাশিয়ায় ৯৪ হাজার ২৬৭ জন, স্পেনে ৭২ হাজার ৯১০ জন, জার্মানিতে ৭৫ হাজার ৭৪জন, তুরষ্কে ২৯ হাজার ৮৬৪ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

Link copied!