যুক্তরাষ্ট্রে সংক্রমণের চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২১, ১১:৩৭ এএম

যুক্তরাষ্ট্রে সংক্রমণের চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনগুলোর ব্যাপক বিস্তারের কারণে যুক্তরাষ্ট্রে ‘সংক্রমণের সম্ভাব্য চতুর্থ ঢেউ শুরু’ হতে পারে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের টিকা কর্মসূচীর অগ্রগতিও হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ডা. রোশেল ওয়ালেনস্কি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার দেখে তিনি উদ্বিগ্নবোধ করছেন বলে গণমাধ্যমকে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, গত সপ্তাহে একদিনে প্রায় ৭০ হাজার নতুন সংক্রমণ নথিবদ্ধ করা হয়েছে যা ‘অনেক বড় সংখ্যা’। প্রায় একই সময় একদিনে প্রায় দুই হাজারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

ডা. ওয়ালেনস্কি বলেন, ‘অনুগ্রহ করে পরিষ্কারভাবে আমার কথা শুনুন: সংক্রমণের এই স্তরে, যখন রূপগুলি ছড়িয়ে পড়ছে, আমরা অতি কষ্ট করে যে অবস্থা তৈরি করেছি তা পুরোপুরি হারানোর মুখে দাঁড়িয়ে আছি। এই রূপগুলি আমাদের জনগণ ও আমাদের অগ্রগতির জন্য খুব বাস্তব একটি হুমকি।’

যুক্তরাজ্যে প্রথম পাওয়া অতি সংক্রামক বি.১.১.৭ ধরনটি চলতি মাসে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রধান ধরন হয়ে উঠবে বলে পূর্বাভাস দিয়েছে সিডিসি।

এইসব তথ্য জানিয়েছে ডা. ওয়ালেনস্কি বলেন, ‘জনগণকে করোনা থেকে রক্ষার জন্য আমরা জনস্বাস্থ্য বিষয়ক ঠিক যে পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিয়েছিলাম রাজ্যগুলো সেখান থেকে সরে গেছে এমন প্রতিবেদনগুলো দেখে আমি সত্যিই উদ্বিগ্ন।

সূত্র: বিবিসি

 

 

 

Link copied!