ঢাবি শিক্ষার্থী হাফিজের মৃত্যু : চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২১, ০৪:৩৪ এএম

ঢাবি শিক্ষার্থী হাফিজের মৃত্যু : চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর এদের মধ্যে তিনজনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগে স্থানান্তর করা হয়। গত সোমবার (২৪ মে) দুজনকে জিজ্ঞাসাবাদ করেছিল শাহবাগ থানা পুলিশ। 

চারুকলার শিক্ষার্থী নুজহাতকে জিজ্ঞাসাবাদ

হাফিজুর রহমানের মৃত্যুর বিষয়ে চারুকলার ভাস্কর্য বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী নুজহাত নূর সৃষ্টিকে  মঙ্গলবার (২৫ মে) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সে বিকেলে চলে যায়।

গোয়েন্দা পুলিশে তিনজন

নিখোঁজের আগে কার্জন হলে হাজিফুর রহমানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আসিফ মোহাম্মদ বাপ্পী ও ঢাকা কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী খন্দকার রাফসানসহ আরও কয়েকজন ছিলেন। আসিফ বাপ্পী ও রাফসানকে জিজ্ঞাসাবাদ সোমবার (২৫ মে) রাত ১০ টায় জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের রাত ২ টায় ছেড়ে দেয়া হয়। তবে আজ এদের আবারও তলব করে গোয়েন্দা পুলিশ বিভাগে স্থানান্তর করা হয়। সেই সাথে নূর উদ্দিন আল মাসুদ নামে একজনকেও গোয়েন্দা পুলিশ বিভাগে পাঠান হয়।

তদন্ত প্রায় শেষ পর্যায়ে

হাফিজুরের মৃত্যুর তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ। তিনি বলেন, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই চূড়ান্ত ফলাফল জানা যাবে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলবেন না বলে জানান তিনি।

Link copied!