ঢাবির গ্রন্থাগারে বিসিএস প্রার্থীরা পাচ্ছে আলাদা ফ্লোর

তৌফিক হোসাইন মবিন

ফেব্রুয়ারি ৪, ২০২১, ০১:০০ এএম

ঢাবির গ্রন্থাগারে বিসিএস প্রার্থীরা পাচ্ছে আলাদা ফ্লোর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সীট সংকট কাটানোর জন্য কর্তৃপক্ষ বিসিএস সহ সরকারী চাকরির পরীক্ষার্থীদের জন্য আলাদা ফ্লোরবিশিষ্ট এবং নিয়মিত শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ২০ তলা আধুনিক গ্রন্থাগার তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. এম নাসিরুদ্দীন মুনশী দ্য রিপোর্টকে একথা জানিয়েছেন।

তিনি আরও জানান, কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বিশতলা বিশিষ্ট বহুতল ভবনটির প্রকল্প প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই পরিকল্পনা কমিশনে প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠানো হবে। যথাযথ পর্যবেক্ষণের পর এটি একনেক সভা অনুমোদন হলে প্রকল্প কাজ শুরু হবে। ২০ তলা বিশিষ্ট এই গ্রন্থাগারটিতে দ্বিতীয় ফ্লোরে বিসিএসসহ অন্যান্য চাকরির নিয়োগ পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হবে।

এ সংক্রান্ত ভিডিও প্রতিবেদন দেখুন এই লিঙ্কে:

https://www.facebook.com/111114144068264/videos/4072879369402549

বিসিএস এবং সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত পড়াশোনার জন্য প্রস্তাবিত প্রায় ৪৫ হাজার স্কয়ার ফুট বিশিষ্ট ওই ফ্লোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও নিয়মিত শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে। এছাড়া অন্যান্য ফ্লোরগুলো গবেষণা ও অন্যান্য বিষয়ভিত্তিক বই এবং জার্নাল থাকবে। নিয়মিত শিক্ষার্থীরা পরিচয় পত্র প্রদর্শনের মাধ্যমে অন্যান্য ফ্লোরে প্রবেশ করতে পারবে।

প্রধান গ্রন্থাগারিক বলেন, এ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় গ্রন্থাগারকে সম্পূর্ণ আধুনিক গ্রন্থাগার হিসেবে গড়ে তোলা হবে।

১৩ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও গ্রন্থাগার খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ বিষয়ে প্রধান গ্রন্থাগারিক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও গ্রন্থাগারের ব্যাপারে এখনও কোন ধরনের নির্দেশনা দেননি।  কর্তৃপক্ষ নির্দেশ দেয়ার পর যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় গ্রন্থাগার নিয়মিত শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে। 

Link copied!