তিন ধরনের ডাল ত্বকের বিশেষ যত্ন নেয়

লাইফস্টাইল ডেস্ক

আগস্ট ২০, ২০২২, ০৬:৩১ পিএম

তিন ধরনের ডাল ত্বকের বিশেষ যত্ন নেয়

নারীদের রূপচর্চায় ডাল বাটা অনেক সময়েই ব্যবহৃত হতে দেখা যায়। যখন বাজারে নানা প্রকার প্রসাধনী পাওয়া যেত না, তখন বহু বাড়িতেই নারীরা ডাল বেটে রেখে দিতেন। স্নানের আগে বাড়ির মেয়েরা সেই ডাল বাটা মেখে কিছু ক্ষণ রেখে তার পর ধুয়ে ফেলতেন। কিন্তু সত্যিই কি তাতে কোনও কাজ হয়? আর সুফল পাওয়ার জন্য কোন ডাল মাখবেন?

তিন ধরনের ডাল বিশেষ ভাবে যত্ন নেয় ত্বকের। জেনে নিন, কোন কোন ডাল মাখবেন।

১) মুসুর ডাল: এই ডাল মাখার চল সবচেয়ে বেশি। মৃত কোষ তোলে। ত্বকের দাগছোপ সাফ করার ক্ষেত্রে বেশ কার্যকর। নিয়মিত মুসুর ডাল বেটে লাগালে ব্ল্যাক হেড্‌সও উঠে যায়। সঙ্গে টানটান থাকে ত্বক।

২) কাঁচা মুগ ডাল: কাঁচা মুগ ডাল ত্বকের উপর জমে থাকা মৃত কোষ তুলতে সাহায্য করে। তার সঙ্গে আর্দ্র রাখে ত্বককে। ফলে নিয়মিত কাঁচা মুগ ডাল বেটে মাখলে মসৃণ ও উজ্জ্বল দেখায় ত্বক। এই ডাল বাটা নিয়মিত মাখলে মুখের লোমও অনেকটা তোলা যায়।

৩) বিউলির ডাল: ত্বকে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদানের জোগান দেয়। ব্রণর সমস্যা থাকলে নিয়ম করে বিউলির ডাল বাটা মাখা জরুরি। তাতে ব্রণর সমস্যা কমে। সঙ্গে ব্রণর দাগও উঠে যায় মুখ থেকে।সূত্র: আনন্দবাজার

Link copied!