হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ১২:৪৪ পিএম

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও একই চিত্র বাংলাদেশের। রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্লাক ক্যাপদের কাছে ৬৬ রানে হেরেছে টাইগাররা। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে লিড নিল স্বাগতিকরা। আগামী ৩০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচটি রয়েছে। 

একে তো বিশাল স্কোর। তারওপর লেগ স্পিনার ইস সোধি বাংলাদেশের রান তাড়া করার সম্ভাবনাই শেষ করে দেন। বাংলাদেশের ইনিংসে ৬ষ্ঠ ওভারে সৌম্য (৫) ও মিঠুনকে (৪) আউট করেন। অষ্টম ওভারে আবারো বোলিংয়ে এসে এবার আউট করেন মাহমুদউল্লাহ(১১) ও মেহেদী হাসানকে (০)। ওপেনার মোহাম্মদ নাইম শেখ শুরুটা ভালই করেছিলেন।

লিটন দাস এবার ৪ রানে আউট। নাইম ১৮ বলে ২৭ রান করে ফার্গুসনের বলে লেগ বিফোর দা উইকেট হন। বাংলাদেশ এরপর পরে সোধির ঘূর্ণি ঝড়ে। ৫৯ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের ৭.৫ ওভারে। এখান থেকে ২১১ রান টার্গেট তাড়া করা স্বপ্ন ছাড়া কিছুই নয়। স্বপ্ন সত্যি হয়নি। ধীরে ধীরে বলের সাথে রানের দুরত্ব আরো বাড়তে থাকে। পরাজয়ের পথে যাত্রা শুরু হয়। আফিফ ৩৩ বলে ৪৫ রান করেন। সাইফউদ্দিন শুধু আক্ষেপ বাড়ান। নিউজিল্যান্ডের বোলারদের গতির কাছে অসহায় ছিলেন প্রায় সবাই। 

ডেভন কনওয়ের হার না মানা ৯২ ও ‍উইল ইয়ংয়ের ৫৩ রানের ইনিংসে ভর করে বিশাল স্কোর করেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের টার্গেট ছিল ২১১ রান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রান তুলে নেয় ব্লাকক্যাপরা। এছাড়া গাপটিল ৩৫ ও ফিলিপস ২৪ রান করেছেন। অভিষেক ম্যাচ খেলতে নামা নাসুম ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন। সাইফউদ্দিন, শরিফুল ও মোস্তাফিজ ছিলেন উইকেটশূন্য। ৪ ওভার করে বল করে ক্রমানুসারে রান দিয়েছেন ৪৩, ৫০ ও ৪৮। নিউজিল্যান্ডের কনওয়ে ম্যাচসেরা হয়েছেন। 

এর আগে টসে জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। বাংলাদেশের ওপেনিংয়ে লিটন দাসের পাশে জায়গা পান মোহাম্মদ নাইম শেখ। মুশফিকুর রহিম কাঁধের ইনজুরির জন্য খেলতে পারেননি। তবে এই ম্যাচে অভিষেক হয় বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার শরিফুল ইসলামের। 

নিউজিল্যান্ডের উইল ইয়ংয়ের অভিষেক ম্যাচ। ফিল অ্যালেনেরও প্রথম ম্যাচ এটা। মিলনে এই ম্যাচে খেলতে পারছেন না। ফার্গুসনের পাশে পেসার বেনেট। আর এই খেলায় নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন টিম সাউদি। 

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এটি। এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। 

নিউজিল্যান্ড একাদশ : গাপটিল, অ্যালেন, কনওয়ে, ইয়ং, ফিলিপস, চ্যাপম্যান, মিচেল, সাউদি, সোধি, বেনেট, ফার্গুসন। 

বাংলাদেশ একাদশ : লিটন, নাইম, সৌম্য, মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ, সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম, শরিফুল, মোস্তাফিজুর রহমান। 

Link copied!