বিসিএস পেছানোর রিট : মঙ্গলবার ১১ টায় চূড়ান্ত শুনানি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৫, ২০২১, ১১:১৩ পিএম

বিসিএস পেছানোর রিট : মঙ্গলবার ১১ টায় চূড়ান্ত শুনানি

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে রিটের চূড়ান্ত শুনানি আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ হবে। এই সময়ে চূড়ান্ত আদেশ পাওয়া যাবে বলে আশা করছেন রিটকারীরা। গত বৃহস্পতিবার (১১ মার্চ) হাইকোর্টে রিট করেন তারা। রিট পিটিশন নম্বর-৩২৫০।

করোনা সংক্রমণ বাড়ার পরিস্থিতিতে ৪১তম বিসিএস পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা৷ তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃ নির্ধারণ করতে হবে৷

চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারি থেকে করোন সংক্রমণের সংখ্যা কমতে থাকলেও চলতি সপ্তাহ থেকে আবার বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১০ জানুয়ারি সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু ঘটে।

গত ১৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে, যা তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছরের ১৫ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ৮৭৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছিল।

তবে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই আছে।

Link copied!