টুইটারে ভ্যারিফাইড যিশুর সাথে শয়তান!

প্রযুুক্তি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২২, ০৯:৪৭ পিএম

টুইটারে ভ্যারিফাইড যিশুর সাথে শয়তান!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্লু টিক’ মানেই বিশ্বাসযোগ্য আইডি। বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়, রাজনীতিবিদ, অভিনয় তারকা, সমাজসেবী, বড় সংবাদ মাধ্যম-এরা ছিল ভ্যারিফাইড তালিকায়। যাদের মানুষ বিশ্বাস করতো, রিয়েল আইডি হিসেবে যেসব অ্যাকাউন্ট পরিচিতি ছিল, যারা পাবলিক ফিগার হিসেবে পরিচিত, অনেক মানুষ যাদের ফলো করেন টুইটারে- তাদেরই ভ্যারিফাইড হিসেবে ব্লু টিক দেয়া হতো। সম্প্রতি ইলন মাস্ক টুইটার কিনেই নিয়ম করলেন ভ্যারিফাইড আইডির জন্য দিতে হবে ৮ ডলার করে। অমনি শয়তান এসে কিনে নিলো বিশ্বাসযোগ্যতা। মাত্র ৮ ডলারে ব্লু ব্যাজ নিয়ে শয়তানকে ভ্যারিফাইড করে নিলো শয়তানের মুখোশের পিছনে থাকা কেউ।

ইংরেজিতে ‘শয়তান’ নামের ওই আইডির ফলোয়ার বর্তমানে ৩ লাখেরও বেশি। ‘স্যাটান’ নামের এই প্যারোডি অ্যাকাউন্টটির বায়োতে লেখা আছে, শয়তান অশুভ নয়, একে ভুল বোঝা হয়েছে। অ্যাকাউন্টটির লোকেশন হিসেবে দেওয়া হয়েছে নরক। প্রোফাইলের ছবিতে শয়তানের প্রতিমূর্তি হিসেবে দৈত্যাকার শিংওয়ালা এক পুরুষের ছবি দেওয়া আছে। 

ব্যবহারকারীরা অ্যাকাউন্টধারীকে কেন ভুয়া মনে করছে, সে প্রশ্নও করা হচ্ছে তার টুইটে।

এর আগে, টুইটারে পাওয়া যায় যিশুর ভেরিফাইড অ্যাকাউন্ট। যেখানে বায়োতে লেখা কাঠমিস্ত্রি, নিরাময়কারী ও ঈশ্বর হিসেবে। অ্যাকাউন্টের লোকেশন দেখানো হয়েছে ইসরায়েল। আইডিটি ভুয়া বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'আমি ভুয়া, এটি ভাবার কারণ কী?' 

যিশু খ্রিস্টের ভুয়া আইডিতে ৮ লক্ষেরও বেশি অনুসারী রয়েছে। কয়েক বছর আগে খোলা আইডিটিতে ২৯৪টি পোস্ট দেয়া হয়েছে। এসব টুইটে রি-টুইটের সংখ্যাও নেহাত কম নয়। অন্যদিকে, টুইটগুলোতে গিয়ে দেখা গেছে বেশিরভাগই উদ্ভট ও হাস্যরসাত্মক ধরনের। নিজেকেই ব্যঙ্গ করে ছবি পোস্ট করা হয়েছে বেশ কিছু। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে যিশুর ভক্তদের মাঝে।

ইলন মাস্ক ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক দেয়ার নিয়ম করলে হিড়িক পড়ে যায় ব্লু টিক নেওয়ার। রবলক্স, নেসলে, ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি, লকহিড মার্টিনের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর নামে ব্লু টিকযুক্ত ভুয়া অ্যাকাউন্ট ছড়িয়ে পড়ে। বাদ পড়েনি মাস্কের নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সও। ফলে বিতর্কের মুখে শেষ পর্যন্ত অর্থের বিনিময়ে ব্লু টিক সেবা স্থগিত করেন মাস্ক। 

সম্প্রতি এসব ভুয়া আইডির বিষয়ে সতর্ক করে ইলন মাস্ক বলেছেন, ‘আগামী দিনে কোনো টুইটার হ্যান্ডেল যদি অন্য কারও ভেক ধারণ করে, সেক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে সেটি একটি প্যারোডি অ্যাকাউন্ট। নয় তো সেই অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হবে।’

এসবের মাঝেই টুইটারে ভেরিফাইড হয়ে যায় শয়তান। তার আগে নিজেকে ভেরিফাইড করে নেন যিশু খ্রিস্টও। এই আইডিগুলো যে ভুয়া সেটা বলার অপেক্ষা থাকে না। তবে প্রশ্ন রয়ে যায়- ব্লু টিকের ৮ ডলার পরিশোধ করবে কে?

Link copied!