টিএসসিতে দুই দিনব্যাপী ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ এ গাইবেন দেশসেরা শিল্পীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২২, ০৩:২৭ পিএম

টিএসসিতে দুই দিনব্যাপী ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ এ গাইবেন দেশসেরা শিল্পীরা

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আজ সোমবার ও কাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে ‘বন্যার্তদের জন্য কনসার্ট’। কনসার্ট থেকে প্রাপ্ত পুরো অর্থ যাবে বন্যাদুর্গতদের সহযোগিতায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমন্বিত উদ্যোগে এ কনসার্টের আয়োজন করেছে। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

আয়োজকেরা বলেন, বন্যার্তদের সহায়তার উদ্দেশ্যে ক্রাউড ফান্ডিংয়ের জন্যই এই কনসার্টের আয়োজন। আমাদের জন্য একটা ঐতিহাসিক বিষয় হল বিশ্বব্যাপি চ্যারিটি কনসার্টের ধারণার প্রসার হওয়া শুরু করে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত 'কনসার্ট ফর বাংলাদেশ' এর মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় যুগ যুগ ধরে শিক্ষার্থীরা যে কোন দুর্যোগ-দুর্বিপাকে মানবিক-সাংস্কৃতিক এই কনসার্ট আয়োজনের মাধ্যমে চেষ্টা করে ক্রান্তিকালীন সময়ে মানুষের পাশে থাকতে।

Concert for flood victims-cover 3

ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, এবারের বন্যায় আমাদের সহ-নাগরিকদের পাশে থাকার অভিপ্রায় থেকে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায়, টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর তত্ত্বাবধানে এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের উদ্যোগে সম্মিলিতভাবে এটি আয়োজিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে টিকেট কেটে সুশৃঙ্খলভাবে কনসার্ট উপভোগ করার জন্য। এটি এজন্যই করা যাতে আমাদের সামান্য আর্থিক সহায়তা সম্মিলিত মানবিক উদ্যোগকে আরো বেশি ত্বরান্বিত করতে পারে। কনসার্ট সুন্দর করে সম্পন্ন করার দায়িত্ব সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের।

আয়োজকেরা জানান, কনসার্টে ওয়ারফেজ, আর্ক, অ্যাশেজ, ভাইকিং, সোনার বাংলা সার্কাস, সহজিয়া-সহ আরও অনেক ব্যান্ড দল গান পরিবেশন করবে। কনসার্টের এন্ট্রি ফি থাকবে ৩০০ টাকা। 

এই উদ্যোগের সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সম্প্রতি বন্যা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ছাত্র-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। অতীতেও বন্যাসহ যেকোনো দুর্যোগে বা সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা রেখেছে। সেই জায়গা থেকে এবারের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে গান-কবিতা, শিল্প-সাহিত্যসহ বিভিন্ন মাধ্যমের সাহায্যে আমরা টাকা তুলছি। এরই ধারাবাহিকতায় আমাদের এই কনসার্টের আয়োজন। আমরা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, ত্রাণ শব্দটা আমাদের পাল্টাতে হবে। জনগণের টাকায় দেশ চলে। জনগণের টাকাতেই আমাদের বেতন হয়, আমরা হলে থাকতে পারি। এখানে সুনামগঞ্জের মানুষসহ সবার টাকা আছে। তাদের একটা অংশ বিপদে পড়েছে। তাদের টাকায় তাদের সহযোগিতা করতে হবে। এটা করুণা বা দয়া নয়, এটা তাদের অধিকার। কাজেই ত্রাণ শব্দটা বাদ দিতে হবে। আমাদের মূল শক্তি কিন্তু ছাত্র-ছাত্রীরা। আমরা তাদের সহায়তা করছি এবং পরামর্শ দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সংকটে সবার পাশে দাঁড়িয়েছে। এখনও আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে।

কনসার্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত। কনসার্টের মিডিয়া পার্টনার দ্য রিপোর্ট ডট লাইভ।

Link copied!