মালিতে সামরিক অভুত্থান: প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৫, ২০২১, ০৭:২৫ পিএম

মালিতে সামরিক অভুত্থান: প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী আটক

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় সোমবার (২৪ মে) এঘটনা ঘটেছে বলে রয়টার্সের খবরে বলা হয়।

মালির কূটনৈতিক ও সরকারি সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ক্ষমতা দখলের পর দেশটির মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোক্তার উয়ান ও প্রতিরক্ষামন্ত্র্রী সুলেইমান দৌকৌরেকে রাজধানী বামাকো থেকে আটক করে নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

মালিতে ফের সামরিক অভুত্থান ঘটনায় দেশটির রাজনৈতিক বিশঙ্খলা আরও গভীর হয়ে উঠলো বলে  আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। মাত্র কয়েক মাস আগে সামারিক অভুত্থানের মাধ্যামে দেশটির পূর্ববর্তী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়। তারও আগে গত বছরের আগস্ট মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করা হয়।

গত আগস্টে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর বেসামরিক শাসন ফেরানোর লক্ষ্যে এনদাও ও উয়ানকে ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেয় সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা পেয়েই তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের ওপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বিরুদ্ধে যাচ্ছিলেন। আর একারণে তাদের আটক করা হয়ে থাকতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে, সামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করার ঘটনায় দেশটিতে অবস্থিত জাতিসংঘের মিশনের পক্ষ থেকে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে। দেশটিতে শান্তি ফিরিয়ে আনারও দাবি জানায় জাতিসংঘ।

এছাড়া মালির বেসামরিক নেতাদের মুক্তির আহবান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন ও ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস।

Link copied!