পোল্যান্ড, ফ্রান্সের পর এবার ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে জার্মানি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:১৩ এএম

পোল্যান্ড, ফ্রান্সের পর এবার ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে জার্মানি

রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র করবে জার্মানি। স্থানীয় সময় গতবাল শনিবার ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের  অনুমোদন দিয়েছে দেশটির সরকার।জার্মান চ্যান্সেলর ওলাফ চ্যান্সেলর ওলফ শোলজ গতকাল শনিবার এ ঘোষণা দেন।

 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এক হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং ৫০০টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র সরবরাহ করবে জার্মানি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জার্মানির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

টুইটারে দেয়া এক বার্তায় রাশিয়ান আক্রমণকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করে শোলজ বলেন, পুতিনের আক্রমণকারী সেনাবাহিনীর কাছ থেকে ইউক্রেনকে রক্ষার জন্য সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা আমাদের দায়িত্ব।

এর আগে, রাশিয়ার সামরিক হামলার বিরুদ্ধে সহযোগিতার অংশ হিসেবে অস্ত্রসহ সামরিক সরঞ্জাম পাঠাবে বলে ঘোষণা দেয় ফ্রান্স।  গতকাল শনিবার এক টুইটবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।

জেলেনস্কি বলেন, “ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা বলার মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে নতুন দিন শুরু হয়েছে। ফ্রান্সের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম এখন ইউক্রেনের পথে।”

শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়ার সংঘাত অনেক দূর পর্যন্ত গড়াবে। এই সংকট স্থায়ী হবে, যুদ্ধ স্থায়ী হবে। এ জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে “

এরও আগে, ইউক্রেনের সহায়তায় দেশটিতে সর্বপ্রথম প্রকাশ্যে সামরিক সরঞ্জাম পাঠায় পোল্যান্ড। গতকাল শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিওস ব্লাকজ্যাক এক টুইটবার্তায় বলেন, এটি ইউক্রেনে সামরিক সহায়তার প্রথম প্রকাশ্যে চালান।

তিনি বলেন, “আমরা ইউক্রেনকে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। ইতোমধ্যে আমাদের দেওয়া সব সরঞ্জাম ইউক্রেন সেনাদের কাছে পৌঁছেছে। আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।”

Link copied!