ডিসেম্বর ২, ২০২২, ১১:৪১ এএম
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ইউক্রেনীয় সেন্য নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক জানিয়েছেন, যুদ্ধে ইউক্রেনের অন্তত ১০ থেকে ১৩ হাজার সেনার মৃত্যু হয়েছে। পদোলিয়াক এই মন্তব্য করলেও দেশটির সামরিক বাহিনী বিষয়টি এখনো নিশ্চিত করেনি। এর আগে, গত জুনেও তিনি জানিয়েছিলেন, ‘প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সৈনিক মারা গেছে’।
ইউক্রেনীয় সম্প্রচারমাধ্যম চ্যানেল-২৪ এর সঙ্গে আলাপকালে পোদোলিয়াক বলেছেন, ‘কিয়েভ নিহতদের সংখ্যা নিয়ে খোলাখুলি কথা বলছে। আমাদের জেনারেল স্টাফের অফিশিয়াল মূল্যায়ন আছে, কমান্ডার-ইন-চিফের কার্যালয়ের মূল্যায়ন আছে। সেগুলো থেকে আমরা জানতে পেরেছি এই যুদ্ধে ১০ থেকে ১৩ হাজার সেনা নিহত হয়েছে।’
নিজেদের নিহত সেনার সংখ্যার পাশাপাশি পোদোলিয়াক আরও বলেছেন, ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ রুশ সৈন্য নিহত এবং আরও ১ থেকে দেড় লাখ আহত কিংবা নিখোঁজ হয়েছে। তবে বিবিসি রাশিয়ার তথ্যানুসারে, ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর থেকে সব মিলিয়ে কমপক্ষে ৯ হাজার ৩১১ জন রুশ সৈন্য নিহত হয়েছে।