জি-২০ সম্মেলনে জেলেনস্কির ভাষণের পর ইউক্রেনে রাশিয়ার বড় হামলা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৬, ২০২২, ০৩:১০ পিএম

জি-২০ সম্মেলনে জেলেনস্কির ভাষণের পর ইউক্রেনে রাশিয়ার বড় হামলা

জি-২০ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণের পর রাশিয়ার বড় হামলার মুখে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। দেশটির রাজধানী কিয়েভে অন্তত দুটি বিস্ফোরণ ঘটেছে। 

রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের লিভ ও উত্তর-পূর্বাঞ্চলের খারকিভসহ ইউক্রেনে বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এসব হামলার পর ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। এসব হামলায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করে শান্তি আনার লক্ষ্য ১০ দফা প্রস্তাবের পরপরই এই হামলা হলো।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে খেরসন শহরের নিয়ন্ত্রণ হারানোর পর আজ প্রথম বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। হামলায় ৭০টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক বলেন, হামলার পরও আমরা জয়ের জন্য লড়াই চালিয়ে যাব।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কিয়েভসহ ইউক্রেনের ৭টি শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমন ক্ষেপণাস্ত্র হামলা চলতি মাসে প্রথমবারের মতো হলো। এর আগে গত অক্টোবরে রাশিয়া ইউক্রেনজুড়ে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।  

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন—এই ক্ষেপণাস্ত্র হামলা মূলত রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের শান্তি প্রস্তাবের জবাব। তারা ইউক্রেনের শান্তি প্রস্তাব নিয়ে কি ভাবে তা এই হামলার মাধ্যমে পরিষ্কার। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কুলেবা বলেছেন, ‘শান্তি আলোচনার প্রস্তাবের জবাব এভাবেই দিলো রাশিয়া। আমাদের অস্ত্র ও নৈতিকতার জোরেই এই সন্ত্রাস বন্ধ করা সম্ভব। ’ 

লভিভের মেয়র আন্দ্রি সাদোভি টেলিগ্রামে লিখেছেন, লভিভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন।

সূত্র: বিবিসি

Link copied!