ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলা; অন্তত ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৩, ০৫:১০ পিএম

ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলা; অন্তত ৫ জনের মৃত্যু

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়।

ভোরবেলায় ইউক্রেনের বেশ কয়েকটি শহরে মিসাইল হামলা হয়। শোনা যায় বিস্ফোরণের শব্দ। হামলার সতর্কতা সাইরেন বাজতে শুরু হয় দেশটির বিভিন্ন জায়গায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা চেরকাসি ওব্লাস্ট শহরের একটি ভিডিওতে ভবনে আগুনের শিখা এবং ধোঁয়া দেখা গেছে। এছাড়া ভবনটির একটি কোণ ধসে পড়েছে।

দেশটির চেরকাসি ওব্লাস্ট, ক্রেমেনচুক ও পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চেরকাসির গভর্নর ইহর তাবুরেতস বলেন, জরুরি পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে রয়েছে। পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ চালিয়ে যাচ্ছে। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। ঠিক সেই সময়েই এই জোরালো অভিযান চালানো হলো। 

Link copied!