রেফারির ভুলে গোলবঞ্চিত রোনালদো

ক্রীড়া ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ০২:৫৮ পিএম

রেফারির ভুলে গোলবঞ্চিত রোনালদো

কাতার বিশ্বকাপের (ইউরোপ অঞ্চল) বাছাই পর্বের ম্যাচে পর্তুগাল ও সার্বিয়া ২-২ গোলে ড্র করেছে। শনিবার রাতে দিয়েগো জোটার জোড়া গোলে ২-০ ব্যবধানে লিড নেয় পর্তুগাল। সার্বিয়া ২ গোল শোধ করে দেয় পরে। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে ক্রিস্টিয়ানো রোনালদো বেশ দুর থেকে পাস পান। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দিয়েছিলেন জালের কাছাকাছি। গোললাইন ক্রস করেছে বল। সার্বিয়ার এক খেলোয়াড় বল গোল লাইনের ভেতর থেকে বল বাইরে পাঠিয়ে দেন। লাইন্স ম্যান ও রেফারি গোল দেননি। এই ম্যাচে ছিল না গোল লাইন টেকনলজি। ফলে রোনালদো গোলবঞ্চিত হন। রোনালদো রেফারির ওপর চটে গিয়ে উল্টো হলুদ কার্ড দেখেন। ম্যাচ শেষে তিনি মাঠ ছেড়ে রাগ করে চলে যান। 

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানান,‘ রেফারি আমার কাছে সরাসরি ক্ষমা চেয়েছেন। এটা গোল ছিল। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। এখন আমাদের কিছু করারও নেই।’ পর্তুগাল প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পায় আজারবাইজানের সঙ্গে। 

এদিকে রোনালদো জাতীয় দলের ফুটবল ইতিহাসে ১০২ গোলের মালিক। ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ম্যাচ শেষে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন,‘এমন সময় মাঝে মাঝে আসে যখন হজম করা কঠিন হয়ে যায়। আর এটা বিশেষ করে কোনো দেশ যখন শাস্তিটা পায়। আমাদের মাথা উঁচু থাকবে। পরের ম্যাচের জন্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা।’ 

অপর দিকে এইদিন বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্র ১-১ গোলে ড্র করেছে। নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়েছে লাটভিয়াকে। প্রথম ম্যাচে ডাচরা তুরস্কের কাছে হেরে যায়। তুরস্ক আবার ৩-০ ব্যবধানে এদিন নরওয়েকে ধরাশায়ী করেছে। ক্রোয়েশিয়ার জয় ১-০ গোলে সাইপ্রাসের বিপক্ষে। লুকা মড্রিচ এই ম্যাচ ইতিহাস গড়েছেন। তিনি এখন ক্রোয়েশিয়ার সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় (১৩৫)। ২০০৬ সালে আর্জেন্টিনার বিপক্ষে তার অভিষেক হয়েছিল।  

 

Link copied!