ঐক্যমত না থাকলে ইসির একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

জুন ১৩, ২০২২, ১২:০১ এএম

ঐক্যমত না থাকলে ইসির একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ঐক্যমত না থাকলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে নির্বাচন করা কষ্টকর হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসির একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপ শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়তে পারেন: নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: সাবেক সিইসি নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “অতিথিরা বলেছেন, বর্তমান সিস্টেম যে আছে, এখানে খুব বেশি ভালো করা সম্ভব নয়। এটা একটু কম-বেশি কিছু হতে পারে। আমরা যদি দৃঢ় থাকি, আইন দৃঢ়ভাবে বাস্তবায়নের চেষ্টা করি, তাহলে অনেকটা উন্নয়ন সম্ভব।”

বর্তমান যে আইনি ও সাংবাধিনাকি কাঠামো আছে, এর মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে উল্লেখ করে সিইসি বলেন, “কেউ কেউ বলেছেন একাধিক দিনে নির্বাচন করলে আইন-শৃঙ্খলা মোতায়েন সহজ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে। কেউ কেউ বলেছেন, এতে সমস্যাও হবে। এ নিয়ে কোনো ঐক্যমত হয়নি। কাজেই একাধিক দিনে নির্বাচন করলে আমাদের জন্য অসুবিধাও হতে পারে। ওই ধরনের প্রস্তুতি আমাদের নেই।”

রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিতে সমস্যা কোথায়? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, “এখনো দলগুলোর সঙ্গে সংলাপ করিনি। সবাই বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। নির্বাচন যদি ইনক্লুসিভ না হয়, নির্বাচনের গ্রহণযোগ্যতা বাস্তব অর্থে থাকবে না “

সিইসি আরও বলেন, “আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনেকটা নষ্ট হেয়ে গেছে। এই কালচারের মধ্যে কিছু ইতিবাচক গুণ আনতে হবে। তাদের মধ্যে পরম সহিষ্ণুতা, ঐক্যমত যদি না থাকে নির্বাচন কমিশনের একার পক্ষে খুব ভালো নির্বাচন করা সম্ভব হবে না। দলগুলোর মধ্যে সমঝোতা, ঐক্যমত না থাকলে আমাদের পক্ষে নির্বাচন করা কষ্টকর হবে। এটা আমারা যেমন আগে বলেছি, উনারাও বলেছেন।”

Link copied!