আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছেন। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
এনিয়ে গত দুই দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনায় ৬৭ জন নিখোঁজ হলেন। আর মৃত্যুবরণ করেছেন ৭জন।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম জেবাব্লি’র বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির কোস্টগার্ড দুই দিনে ইতালিমুখী ৫৬টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি শরণার্থীকে আটক করেছে। শরণার্থীদের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারান দেশের নাগরিক।
জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত তিউনিসিয়া থেকে ১২ হাজার শরণার্থী ইতালিতে পৌঁছেছেন। গত বছরের এই সময়ে যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন। আগে লিবিয়া ছিল এ অঞ্চল থেকে ইতালি যাওয়ার প্রধান ঘাঁটি।
কেন ভূমধ্যসাগর দিয়ে ইতালি?
ইউরোপকে অনেকে স্বপ্নের সোনার হরিণ বলে অনেকে মনে করে থাকেন। তাদের ধারনা দেশটিতে গেলে জীবনের ধরণই পাল্টে যাবে, হাতে আসবে কাড়ি কাড়ি টাকা, সমাজে বাড়বে প্রভাব প্রতিপত্তি। আর তাই উন্নত জীবন আর বেকারত্বের অভিশাপ ঘোচাতে বাংলাদেশসহ অনেক দেশের লোকজন ইউরোপে যাচ্ছেন। এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগেরই গন্তব্য ইতালি। কয়েক বছর ধরে ইউরোপের এই দেশটিতে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে।
অবৈধভাবে ইতালি যাওয়ার অন্যতম পথ হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশ করা। ইতালি প্রবেশের অন্যতম রুট বা সুবিধাজনক জায়গা হচ্ছে আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে লিবিয়া হয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন।
বাংলাদেশ ,ভারত, ইন্দোনেশিয়াসহ এশিয়া, আফ্রিকা ও মধ্যপা্চ্যের বিভিন্ন দেশের নাগরিকেরা উন্নত জীবন গড়া ও ভাগ্যের চাকা বদলানোর উদ্দেশ্য নিয়ে নানা উপায়ে লিবিয়া পৌঁছে। তারপর দেশটির জুয়ারা উপকূল থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেকে ইতালি পৌঁছে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে অনেকের মৃত্যু ঘটে। তবে অবৈধভাবে ইতালি যাওয়ার রুট হিসেবে বর্তমানে তিউনিসিয়া উপকূলকেই বেছে নিয়েছে আন্তির্জাতিক মানবপাচারকারীরা। ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে তিউনিসিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা।দেশটির উপকূল থেকে অনেকেই নৌকায় ভেসে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়।