সাকিব মাশরাফির অভিযোগ নিয়ে মুখ খুললেন সুজন

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ২৮, ২০২১, ০৪:১৩ এএম

সাকিব মাশরাফির অভিযোগ নিয়ে মুখ খুললেন সুজন

দারাজের একটি অনলাইন লাইভে এসে সাকিব আল হাসান বিস্ফোরক মন্তব্য করেন। সেখানে তিনি বলেছিলেন, টেস্ট খেলতে খেলতে চান না এটা কোথাও বলেননি। এদিকে মাশরাফি একটি টেলিভিশনের অনুষ্ঠানে দাবি করেছেন, বোর্ডের ভিআইপি বক্সে অনেকে তার সমালোচনা করে। ২০১৯ বিশ্বকাপে সাবেক কোনো ক্রিকেটার রিপোর্টারদের কাছে বলেছেন, বাংলাদেশ ১০ জন নিয়ে বিশ্বকাপ খেলেছে। এছাড়া ২০১৭ সালে মাশরাফি টি-টোয়েন্টি সরে গেছে চাপে। মাশরাফি দাবি করেন বিদায়টা সুন্দর চেয়েছিলেন তিনি। খালেদ মাহমুদ সুজন এসব ব্যাপার শুনেছেন। তিনি মনে করেন, এটা বোর্ডের জন্য বিব্রতকর। এক টেবিলে সবাই বসে আলোচনা করলেই ৩০ মিনিটে সমাধান হয়ে যায়। মাশরাফি ও সাকিব তো বাংলাদেশের চ্যাম্পিয়ন খেলোয়াড়। 

সুজন মনে করেন, বোর্ড স্বস্তিতে নেই। সাকিব আইপিএল খেলতে কলকাতা চলে গেছেন আজ। তিনি এনওসি পেয়েছেন এটা বোঝাই যাচ্ছে। ৯ এপ্রিল আইপিএল শুরু হবে। সুজন মাশরাফি ও সুজনের পরিস্থিতি বিবেচনা করে বলেন,‘আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু বলতে চাই যে, বিব্রতকর তো একটু লাগবেই, স্বাভাবিক। দুজনই আমাদের দেশের আইকন। মাশরাফি বাংলাদেশ দলের আইকন, সফলতম অধিনায়ক, একজন কিংবদন্তি। আমি বলব বাংলাদেশ দলকে একসময় খাঁদের কিনারা থেকে তুলে আনা... আর সাকিব তো বিশ্বসেরা। ওর কথা বলে শেষ হবে না। দুজনই দেশের আইকন, সেরা পারফরমার, সব দিক থেকেই। তো ওদেরও... যেটা বলেছে, কেনো বলেছে এটা খুবই অস্বস্তিকর ব্যাপার। তবে সবাই ধরেন ভালোবাসা থাকে, ক্ষোভ থাকে, দুঃখও থাকে হয়তোবা। কোনো দুঃখ থেকে এ কথাগুলো আসছে কি না আমি জানি। তবে কথাগুলো একটু বিব্রতকর অবশ্যই। বোর্ডের যারা আছে সবাই চেষ্টা করে। অনেক সময় সাকসেস আসে, অনেক সময় আসে না। কিন্তু একটা জিনিস কেউ বলতে পারবে না যে, কেউ এখানে সময় কাটাতে আসে, সবাই কিন্তু চেষ্টা করে। এটাকে ওদের ব্যক্তিগত অভিমত মনে করি আমি। এটাকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব দেয়ার কিছু নাই এটা। খুবই সামান্য বিষয় এটা, যেটা আমরা বিসিবি ডিসকাশনের মাধ্যমে সঠিকভাবে ঠিক করে ফেলা যায়। এটা নিয়ে আসলে এত গসিপ করাও আমাদের ঠিক না, এত কথা বলাও ঠিক না।

সুজন আশা করছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এটা সুন্দর সমাধান করে ফেলবেন। সেই প্রত্যাশায় অবশ্য মাশরাফি ও সাকিব ভক্তরাও। 

 

Link copied!