কিয়েভের পথে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনা বহর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৯:১০ এএম

কিয়েভের পথে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনা বহর

ইউক্রেনে সামরিক হামলার টানা ৬ষ্ঠ দিনেও রাজধানী কিয়েভে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চূড়ান্ত হামলা চালাতে কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর বিশাল সেনাবহর। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার বলছে, রাজধানী কিয়েভের পথে ২৭ কিলোমিটার দীর্ঘ রুশ সামরিক বহরের দৃশ্য দেখা গেছে। এই সারি ৪০ মাইল পর্যন্ত দীর্ঘ বলে মনে করে প্রতিষ্ঠানটি।

ম্যাক্সার টেকনোলজিস নামের একটি কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা। কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি এর চেয়ে অনেক বড়। খবর বিবিসির।

ম্যাক্সারের বরাত দিয়ে  ‍বিবিসি ও  সিএনএন জানায়, রুশ বহরে সাজোয়া যান, ট্যাঙ্ক, টাওড গোলন্দাজ ও অন্যান্য লজিস্টিক যান রয়েছে।

মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলছে, রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি ৪০ মাইল (৬০ কিলোমিটার) দূরে অবস্থিত।

এদিকে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণুর অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো পুতিনের এই বক্তব্যকে ‘ভয়াবহ’ হিসেবে মন্তব্য করেছে। অপরদিকে, সোমবার শান্তি আলোচনার মধ্যেই দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী, প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনের সেনারাও।

বেলারুশ আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, এরই মধ্যে তিন দফা হামলা চালানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। এতে শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তার। হামলায় ধ্বংস্তুপে পরিণত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। তবে সেখানে বাসিন্দাদের উপস্থিতি না থাকায় বড় ধরনের প্রাণহানি হয়নি।

এছাড়া কিয়েভের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে মঙ্গলবার বড় ধরনের বিস্ফোরণ হয়েছে, তবে এখনও সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

Link copied!