দেশের ২২ জেলায় বজ্রপাতের আভাস , আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৫, ০২:৪৪ পিএম

দেশের ২২ জেলায় বজ্রপাতের আভাস , আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

ছবি: সংগৃহীত

ছুটির দিন শুক্রবার ঢাকাসহ ২২ জেলায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

ওই জেলাগুলো হচ্ছে- রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “যেসব জেলায় বজ্রপাতের সম্ভাবনা থাকে সেগুলো আবহাওয়া ও বৃষ্টিপাতের ওপর নির্ভর করে ঠিক করা হয়। সেভাবে আপডেটও করা হয়। বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে এলে পরে এই সতর্কতা দেওয়া হয় না।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এসময়ের কিছু করণীয় মানতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর-

বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা।

জানালা ও দরজা বন্ধ রাখা।

সম্ভব হলে যাত্রা বা ভ্রমণ এড়িয়ে চলা।

নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া।

গাছের নিচে আশ্রয় না নেওয়া।

কংক্রিটের মেঝেতে শয়ন না করা এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া।

বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখা।

জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা।

বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকা।

শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা।

Link copied!