বিক্রি হয়নি মিডিয়া স্বত্ব, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৫, ০৩:১০ পিএম

বিক্রি হয়নি মিডিয়া স্বত্ব, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই দু’দলের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী ২০ এপ্রিল সিলেট টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া সিরিজটির জন্য মিডিয়া স্বত্ব অংশীদার পেতে ভুগছিল বিসিবি। সেই সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিডিয়া স্বত্ব বিক্রির জন্য গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বিসিবি। কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনো দরপত্র পায়নি তারা।

টিভিতে সিরিজটি দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বিসিবি সরকারি সম্প্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়। অবশেষে বিটিভি সিরিজটি সম্প্রচার করতে রাজি হয়েছে। তবে টিভি স্বত্বের অর্থ তো বিসিবি পাবেই না বরং ভর্তুকি দিতে হতে পারে বিটিভিকে।

সিলেটে টিকিটেও সেভাবে দর্শকের আগ্রহ নেয়। যে কারণে একেবারে কম মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে। ৫০ টাকায় দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ। টিকিটের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা।

বিসিবি জানিয়েছে, গ্রান্ড স্টান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৫০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্লাব হাউজের জন্য। শহীদ আবু সাইস স্টান্ডের জন্য ১০০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্রিন হিল এরিয়া, ইস্টার্ন গ্যালারি, শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকায় ও ইস্টার্ট গ্যালারির দুই নম্বর গেটের টিকিটের মূল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ২০ এপ্রিল।  

Link copied!