অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি ‘বন্ধ’ করল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২১, ১০:৫২ এএম

অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি ‘বন্ধ’ করল ভারত

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দেশের চাহিদার কথা বিবেচনা করে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, যেহেতু সংক্রমণ বাড়ছে, সামনের দিনগুলোয় টিকার চাহিদাও বাড়বে। ফলে ভারতের নিজেরই ওই টিকা লাগবে। 

বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

কর্মকর্তারা আরও জানান, এটি একটি সাময়িক পদক্ষেপ। এর ফলে টিকার রপ্তানি আগামী এপ্রিলের শেষ পর্যন্ত বিলম্বিত হতে পারে। কোভ্যাক্সের আওতায় যে ১৮০টি দেশ টিকা পাওয়ার কথা, তাদের ক্ষেত্রে ভারতের এ সিদ্ধান্ত প্রভাব ফেলবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, গত বৃহস্পতিবার থেকে কোনো টিকার চালান বিদেশে পাঠানো হয়নি।

বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এ পর্যন্ত মোট ৬ কোটি ৫০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি করেছে। এর মধ্যে ১ কোটি ৭৭ লাখ ডোজ পেয়েছে কোভ্যাক্স। বাংলাদেশ, ব্রাজিলসহ বহু দেশ টিকার জন্য সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ওপর নির্ভর করছে।

সূত্র: বিবিসি,রয়টার্স।

 

 

Link copied!