দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছেন। এদের মধ্যে ১৮ জন পুরুষ এবং নারী ৭ জন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৬৭ জন।
দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত বছরের ১৬ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছিলো।
বুধবার (২৪ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) দেশে আরও ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে ২৫ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭৬৩ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫৬৭ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন হয়েছে।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন ধরে নতুন করে আক্রান্ত শনাক্ত ক্রমান্বয়ে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন হয়েছে। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯ শতাংশ।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ২৭ হাজার ৬৮৩টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬টি নমুনা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ১৪ হাজার ২৫৬টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১০ লাখ ৭৩ হাজার ৪৩০টি।