যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত করোনার টিকা জনসন এন্ড জনসনের (জেঅ্যান্ডজে) ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। ১১ দিন স্থগিত রাখার পর স্থগিতাদেশ তুলে নেওয়া হলো। শুক্রবার (২৩ এপ্রিল) পুনরায় এ টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)কর্তৃপক্ষ।
করোনা ভাইরাসের এই টিকা নেওয়ার পরে কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ পাওয়ায় গত ১৪ এপ্রিল জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগে স্থগিতাদেশ দেয় সিডিসি ও এফডিএ।
এরপর অভিযোগ খতিয়ে দেখতে চিকিৎসক এবং বিজ্ঞানীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। শুক্রবার সিডিসি-র প্রতিনিধিদের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে এফডিএ-র প্রধান জেনেট উডকক বলেন, ‘‘বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই ফের জনসনের টিকাকরণ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
ফাইজার এবং মডার্নার পরে আমেরিকায় তৃতীয় করোনা টিকা হিসাবে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ছাড়পত্র পেয়েছিল জনসনের টিকা। এক ডোজ টিকার সাহায্যেই জনসনের টিকাকরণ সম্ভব। অন্য টিকার তুলনায় তা সংরক্ষণ করাও সহজ। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই জনসনের প্রায় ৬৮ লক্ষ লক্ষ টিকা দেওয়া হয়ে গিয়েছে। সম্প্রতি ভারত সরকারের সঙ্গেও টিকা রফতানি নিয়ে আলোচনা হয়েছে জনসন কর্তাদের।
চলতি মাসের শুরুতে কয়েকজন মহিলার শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনার ‘খবর’ সামনে আসে। একই সঙ্গে তাঁদের শরীরে প্লাটিলেট কমে গিয়েছে বলেও অভিযোগ ওঠে। অভিযোগ পেয়েই সক্রিয় হয় এফডিএ এবং সিডিসি। যৌথ বিবৃতিতে জানানো হয়, পরীক্ষা এবং পর্যবেক্ষণ শেষ না-হওয়া পর্যন্ত বন্ধ থাকবে জনসনের টিকা। পাশাপাশি, যাঁদের শরীরে রক্ত জমাট বাঁধার মত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাঁদের ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা কার্যকর হবে, তা-ও পরীক্ষা করে দেখার কথা জানান দুই সংস্থার আধিকারিকেরা।
শুক্রবার সিডিসি-র প্রধান রোশেল ওয়ালেনেস্কি জানিয়েছেন, তারা তথ্য বিশ্লেষণ করে দেখেছেন প্রায় ৩৯ লক্ষ মহিলাকে জনসনের টিকা দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ১৫ জনের শরীরে রক্ত জমাট বাধার সমস্যা দেখা দিয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৩ জন। আক্রান্তদের মধ্যে ১৩ জনের বয়স ৫০ বছরের কম। সম্প্রতি ইউরোপে জনসনের টিকা পরীক্ষার পরে বলা হয়েছে, এমন ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনা ‘অতি বিরল’। সেই প্রসঙ্গ উল্লেখ করে রোশেল বলেন, ‘‘আমাদের বিশেষজ্ঞেরা ছাড়পত্র দেওয়ায় জনসনের টিকাকরণ ফের শুরু হচ্ছে। তবে গোটা প্রক্রিয়ায় উপর পর্যবেক্ষণ থাকবে।’’
সূত্র: ওয়াশিংটন পোস্ট।