আগস্ট ২১, ২০২১, ০২:৩২ পিএম
বিশ্বের প্রথম মানব ডিএনএ ভিত্তিক কোভিড টিকার অনুমোদন দিয়েছে ভারত। দেশটির ওষুধ কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দিয়েছে। জাইকোভ-ডি নামের প্রায় ৬৬ শতাংশ কার্যকর এই টিকা কোন ইঞ্জেকশন ছাড়াই গ্রহণ করা যাবে।
জাইকোভ-ডি টিকার উৎপাদনকারী ক্যাডিলা হেলথকেয়ার বলেছে, তারা ভারতের ৫০ টি এলাকায় কমপক্ষে ২৮ হাজার মানুষের উপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ভারতে এই প্রথম তরুণদের উপর কোনো কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়েসি ১ হাজার তরুণের উপর চালানো এই পরীক্ষার ফলাফল খুবই সহনীয় এবং নিরাপদ ছিলো। ভারতে ভয়াবহ ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ চলাকালে টিকাটির থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে এই টিকার কার্যকারিতা অনেক বলে জানিয়েছে তারা । প্রতিষ্ঠানটি ভারতে প্রতিবছর অন্তত ১২ কোটি ডোজ টিকা উৎপাদন করতে চায়।
বিখ্যাত ভাইরোলজিস্ট অধ্যাপক শহীদ জামিল বলেন, আমি বেশ উত্তেজিত কেননা এই টিকার সম্ভাবনা যথেষ্ঠ। যদি এই টিকা কাজ করে তাহলে ভবিষ্যতে ভ্যাকসিনেশন প্রক্রিয়া যথেষ্ঠ সহজ হয়ে যাবে।
লন্ডনের রয়াল সোসাইটির সদস্যপদ পাওয়া প্রথম ভারতীয় নারী ভাইরোলজিস্ট ড. গঙ্গাদীপ কঙ জানান, ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন প্রাণীদেহে খুব ভালো কাজ করলেও তা মানব দেহে খুব একটা কার্যকর বলে এখনো প্রমাণিত হয়নি।
এর আগে ভারত কোভিশিল্ড, কোভ্যাকসিন এবং স্পুৎনিক-ফাইভের প্রায় ৫৭ কোটি ডোজ টিকা ভারতীয় জনগণকে দিয়েছে। দেশটিতে অন্তত ১৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক কোভিডের দুই ডোজ এবং ৪৭ শতাংশ নাগরিক অন্তত একডোজ টিকা নিয়েছে।
সূত্র: বিবিসি