ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বেড়ে গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ি, রবিবার (২৭ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৫৮ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে মোট ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনের মৃত্যু হলো।
এদিকে, ভারতে করোনার দৈনিক সংক্রমণ বড়েছে। রবিবার (২৭ জুন) গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। শনিবার গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ৪৮ হাজার ৬৯৮ জন।
বেশ কয়েকদিন ধরে ৫০ হাজারের গণ্ডিতেই ছিল আক্রান্তের সংখ্যা। গতকালই ৫০ হাজারের নিচে নেমেছিল সংক্রমণ। তবে এদিন ফের একবার ৫০,০০০ পার করলো দৈনিক সংক্রমণ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, দেশটিতে রবিবার পর্যন্ত করোনায়ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩ জন।
এদিকে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত রয়েছেন ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। সুস্থতার হারও বাড়ছে। বর্তমানে দেশটিতে ৯৬.৭৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছে। ভারতেমোট সুস্থের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন।
এদিকে, করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে মোট ১১টি রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে। এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরালা, পঞ্জাব, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর ও কর্নাটক। তার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। ১১ রাজ্যে এখনও ৪৮ জন ডেল্টা প্লাসে সংক্রমিত বলে জানা গিয়েছে।