২৮ এপ্রিলের পর লকডাউন শিথিল করা হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২১, ০৬:৪৯ পিএম

২৮ এপ্রিলের পর লকডাউন শিথিল করা হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের সময়সীমা আর বাড়ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, চলমান লকডাউন শেষ হবে আগামী ২৮ এপ্রিল। এরপর শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই ধীরে ধীরে খুলে দেওয়া হবে গণপরিবহন। পর্যায়ক্রমে সীমিত পরিসরে খুলে দেওয়া হবে সরকারি-বেসরকারি অফিস।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। তবে ‘নো মাস্ক নো সার্ভিস’ শতভাগ বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘মানুষ মাস্ক পড়বে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। আমরা যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে জীবন ও জীবিকা দুটোই চালাতে পারব। তাছাড়া আগামী কয়দিনে সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে আশা করছি।’

ফরহাদ হোসেন বলেন, ‘গণপরিবহন চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে, সিদ্ধান্তের পর্যায়ে আছে। গণপরিবহন যদি চালু হয়, তাহলে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। আর সেটা করতে হবে শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই। যেভাবে ধীরে ধীরে বন্ধ হয়ছিল, সেভাবেই পর্যায়ক্রমে  খুলবে।’

প্রতিমন্ত্রী আরো জানান, ‘সামনে লকডাউন সেভাবে আর বাড়বে না। তবে জীবনযাত্রা কীভাবে চলবে সে বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে অফিস ও জনবল বা অন্যান্য বিষয়টি নিয়ে উল্লেখ করা থাকবে।’

উল্লেখ্য, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে গত ১২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে ১৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সেসময় লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে ১৩টি নির্দেশনা জারি করে সরকার।

পরবর্তীতে সে বিধিনিষেধ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। সেখানে পরবর্তী নির্দেশনা না দেওয়ার আগ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্য সকল ধরনের দোকান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিলো।

Link copied!