প্রযুক্তির উৎকর্ষের বর্তমান এ যুগে প্রতিদিনই কোনো না কোনো আবিস্কার আমাদের চমকে দিচ্ছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স—এআইও চমকে দিয়েছে আমাদের। এআই কেন্দ্রিক চ্যাটবট নিয়ে জোর আলোচনা চলছে বিভিন্ন দেশে। কেউ বলছেন টেক দুনিয়ার আশীর্বাদ হিসেবে এসেছে চ্যাটজিপিটি। কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহারকারীর নির্দেশনা মেনে এই চ্যাটবটটি যে কোনো পরিচিত বিষয় লিখিত আকারে উপস্থাপন করতে পারছে।
মাইক্রোসফট সমর্থিত ওপেন-এআই গত নভেম্বরে চালু করে এই চ্যাটবট। মাত্র চার মাসের মধ্যেই নতুন সংস্করণ চালুর পরপরই নেমে আসে নিষেধাজ্ঞার কোপ। প্রথম পশ্চিমা দেশ হিসেবে ইতালি এই জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি নিষিদ্ধ করে।
ওপেন এআই-এর বিরুদ্ধে যখন ইউরোপের কঠোর গোপনীয়তা বিধিমালার সন্দেহজনক লঙ্ঘনের তদন্ত চলমান, ঠিক তখনই গেল সপ্তাহে, ইতালীয় ডেটা সুরক্ষায় নজরদারি প্রতিষ্ঠান গ্যারান্তে ওপেন এআইকে ইতালীয় ব্যবহারকারীদের ডেটা প্রক্রিয়াকরণ বন্ধ করার নির্দেশ দেয়।
গত ৩১ মার্চ এক বিবৃতিতে গ্যারান্তে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মটি যে অ্যালগরিদমের ওপর ভিত্তি করে পরিচালিত হয় সেগুলো 'প্রশিক্ষিত' হয় ব্যক্তিগত ডেটার বিশাল সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে। এর কোনো আইনি ভিত্তি নেই।
এছাড়াও চ্যাটজিপিটিতে বয়সের সীমাবদ্ধতা নেই এবং কীভাবে চ্যাটবট তার প্রতিক্রিয়াগুলোতে বাস্তবিকভাবে ভুল তথ্য পরিবেশন করতে পারে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে এই নজরদারি প্রতিষ্ঠান।
এরপরই ৬ এপ্রিল গ্যারান্তে এবং ওপেন এআই-এর মধ্যে একটি বৈঠকে সিদ্ধান্ত হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মটি ইতালীয় সুপারভাইজরি অথরিটির সাথে সমন্বয় করে কাজ করবে যাতে ইতালীয় ব্যবহারকারীদের গোপনীয়তার লংঘন না হয় এবং শিশুদের সুরক্ষাও নিশ্চিত হয়।
কিন্তু তারপরও সাময়িক ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি। ওপেন এআই-এর পক্ষ থেকে নিশ্চয়তাপত্র পেলেই যাচাই করে ওই নিষেধাজ্ঞা তুলে নেবে ইতালি।
ইতালির দেখাদেখি ইউরোপের অন্যান্য দেশও এই প্রযুক্তির সাথে কিভাবে মানিয়ে নেওয়া যায় তা নিয়ে ভাবতে শুরু করেছে। কেউ কেউ এই প্রযুক্তি নিষিদ্ধ করার জন্য ইতালির পথে হাঁটার কথাও ভাবছে।
যুক্তরাজ্য
গত সপ্তাহে যুক্তরাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করে। নতুন প্রবিধান প্রতিষ্ঠার পরিবর্তে, সরকার বিভিন্ন খাতের নিয়ন্ত্রকদেরকে বিদ্যমান আইন প্রয়োগ করতে নির্দেশ দেয়।
ইউরোপীয় ইউনিয়ন
প্রযুক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রায়শই এগিয়ে থাকা ইউরোপীয় ইউনিয়ন কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি যুগান্তকারী আইনেরও প্রস্তাব করেছে।
ইউরোপিয়ান এআই অ্যাক্ট নামে পরিচিত আইনটি জটিল অবকাঠামো, শিক্ষা, আইন প্রয়োগ এবং বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে ক্ষেত্রে কঠোরভাবে লাগাম টানবে।
যুক্তরাষ্ট্র
এআই প্রযুক্তিতে নজরদারি আনতে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কোনো আনুষ্ঠানিক নিয়ম জারি করেনি। তবে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানিগুলিকে একটি জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নির্দেশিকা দিয়েছে যাতে ঝুঁকি এবং সম্ভাব্য ক্ষতি কাটানোর বিষয়ে তারা অবগত থাকতে পারে।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার তরফে চ্যাট জিপিটি ব্যবহারে কোনো বাধা এখনো আসেনি। তবে ঘুষ খেয়ে জেল খাটার ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার হেপবার্ন শহরের মেয়র ব্রিয়ান হুড, কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে বিশ্বের প্রথম মানহানির দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এতে ওপেন এআইকে চার লাখ মার্কিন ডলার পর্যন্ত পরিশোধ করতে হতে পারে।
চীন
চ্যাটজিপিটি চীনে এখনো প্রচলিত নয়। যদিও সরকারিভাবে এটি নিষিদ্ধ নয়, তবে ওপেনএআই চীন থেকে ব্যবহারকারীদের সাইন আপ করারও অনুমতি দিচ্ছে না।
এ ছাড়াও উত্তর কোরিয়া, ইরান এবং রাশিয়ার মতো যেসব দেশে কড়া ইন্টারনেট সেন্সরশিপ আছে, সেসব দেশে এই চ্যাটবট খুলে দেওয়া হয়নি।