ছাঁটাই করা যেন আর শেষ হচ্ছেই না। একের পর এক প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করে চলেছে বিশ্বজুড়ে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার যে আভাস গত বছরের থেকে পাওয়া যাচ্ছিল তারই প্রতিফলন দেখা যাচ্ছে একের পর এক প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ে। অবস্থার ভয়াবহতা আরও বেশি দৃশ্যমান হলো মাইক্রোসফটের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সংবাদে।
মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের অভ্যন্তরীণ এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী ছাঁটাইয়ের এ তথ্য জানানো হয়। এই ছাঁটাইয়ে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাংশ কর্মী কমে যাবে।
প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, “কোভিডের সময় গ্রাহকেরা ব্যয়ের পরিমাণ বাড়িয়েছিলেন। তবে এখন মানুষ ‘সতর্কতার নীতি’ অনুসরণ করছে। বিশ্বের অনেক অংশে মন্দা চলছে। অনেক জায়গায় (মন্দা) আসন্ন।”
২০২২ সালে প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মীর সংখ্যা ছিল দুই লাখ ২১ হাজার যার মধ্যে ৯৯ হাজার ছিল যুক্তরাষ্ট্রের বাইরের। ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ৪০ হাজার নতুন কর্মী নিয়েছিল প্রতিষ্ঠানটি।
কৃত্রিম বুদ্ধিমত্তার পিছনে এখন অর্থ বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। চ্যাটজিপিটি’র (জেনারেটিভ প্রি-ট্রেইন্ড ট্রান্সফরমার) নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-তে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট।